গত ১৬-০৬-২০২৫ খ্রি. তারিখে পটুয়াখালী জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ওপর একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে
১। ওয়ালটন প্লাজা, সদর রোড, পটুয়াখালী এবং এর দুইট গোডাউন পরিদর্শন করা হয়। এ সময় বিক্রয়কৃত এসি, ফ্রিজ পণ্যে যথাযথভাবে স্টার লেবেলিং করার জন্য পরামর্শ দেওয়া হয়। মাইক্রওভেন, গীজার, ফ্রিজ, এসি পণ্যের মোড়কে এবং পণ্যের গায়ে বিএসটিআই'র মানচিহ্ন, কিউ আর কোড ও স্পেসিফিকেশন দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
২। এল জি বাটারফ্লাই, হায়ার, ইকো প্লাস কোম্পানি শো-রুম, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়কৃত ফ্রিজ,এসি, মাইক্রওভেন পণ্যে বিএসটিআই'র মানচিহ্ন এবং যথাযথ স্টার লেবেলিং না থাকায় প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
৩। ইলেক্ট্রোমার্ট শো-রুম, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়কৃত কনকা,গ্রী,হাইকো ব্রান্ডের ফ্রিজ,এসি, মাইক্রওভেন পণ্যে বিএসটিআই'র মানচিহ্ন, কিউ আর কোড এবং যথাযথ স্টার লেবেলিং না থাকায় প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
৪। র্যাংকন ইলেক্টনিক্স শো রুম, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠানে বিক্রয়কৃত ফ্রিজের গায়ে বিএসটিআই'র মানচিহ্ন, কিউ আর কোড, স্টার লেবেলিং থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করেন জনাব মো: মুরসালীন মাহফুজ, উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) ও অফিস প্রধান এবং এইচ এম তানজীল, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস