উক্ত মোবাইল কোর্টে
১। মেসার্স রাখী সুপার আইস, টাউন জৈনকাঠী, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত আইসক্রিম পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় মোড়কজাত আইন অনুসারে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।
২। মেসার্স তামিম বেকারী, টাউন জৈনকাঠী, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত বিস্কুট, পাউরুটি, কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মোড়কজাত আইন অনুসারে ৭,০০০ (সাত হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সাজন বসাক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, জেলা প্রশাসন , পটুয়াখালী এবং প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব এইচ এম তানজীল , ফিল্ড অফিসার (সিএম)(গ্রেড-৯)।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস