অদ্য ২৯.০৬.২০২৫ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় পটুয়াখালীর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে
১। মেসার্স সফট বাইট, সবুজবাগ, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ডেকোরেটেড কেক ও মোড়কজাতকৃত লাচ্ছা সেমাই পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় আগামী ০২ দিনের মধ্যে আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
২। মেসার্স হাইপাই কনফেকশনারি, তিতাস মোড়, সদর, পটুয়াখালী নামীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ডেকোরেটেড কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মোড়কজাত আইন অনুসারে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
৩। বড় চৌরাস্তা, সদর, পটুয়াখালীতে অবস্থিত ০৫ টি ফলের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রসমূহের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয় এবং মূল্যতালিকা দৃশ্যমানস্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব আকিব রায়হান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, জেলা প্রশাসন , পটুয়াখালী এবং প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন প্রকৌশলী এইচ এম তানজীল , ফিল্ড অফিসার (সিএম) (গ্রেড-৯)।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস