Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোলা জেলায় সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা
বিস্তারিত

গত ০৩-০৬-২০২৫ খ্রি. তারিখে ভোলা জেলার  বিভিন্ন এলাকায় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইনের ওপর একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।  

উক্ত অভিযানে 

১। মেসার্স এ রহমান  ফিলিং স্টেশন, সদর, ভোলা  এর ডিজেল, পেট্রোল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় ফি গ্রহন পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়।

২। মেসার্স শাহবাজপুর  ফিলিং স্টেশন, সদর, ভোলা  এর ডিজেল, পেট্রোল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় ফি গ্রহন পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়।

৩।  মেসার্স  সাউদিয়া ফিলিং স্টেশন লালমোহন, ভোলা  এর ডিজেল, পেট্রোল, অক্টেন  ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় ফি গ্রহন পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়।

৪। মেসার্স এন ইউ আহমেদ ফিলিং স্টেশন,  চরফ্যাশন,  ভোলা  এর ডিজেল, পেট্রোল, অক্টেন  ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় ফি গ্রহন পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়।

৫।মেসার্স ব্রাদার্স   ফিলিং স্টেশন, চরফ্যাশন,  ভোলা  এর ডিজেল, পেট্রোল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়ায় ফি গ্রহন পূর্বক ভেরিফিক্রশন সনদ প্রদান করা হয়। 

০৬। রয়েল বেঙ্গল অয়েল কোম্পানি,  সদর, ভোলা এর লিটার মেজার্স যাচাই করে ৫, ২ লি. এর দুইটি ত্রুটিযুক্ত থাকায় ধ্বংস করতে বলা হয় এবং অপর ৫, ২ লি. এর দুইটি মেজার্স পরিমাপ সঠিক পাওয়া ফি গ্রহন পূর্বক ভেরিফিকেশন সনদ প্রদান করা হয়। 

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

উক্ত সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করেন জনাব মো: মুরসালীন মাহফুজ, উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) ও অফিস প্রধান, জনাব জয়দেব রাজবংশী, সহকারী পরিচালক (মেট্রোলজি) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/06/2025
আর্কাইভ তারিখ
23/06/2053